বাংলাদেশঃ মোংলা ইপিজেডে ভয়াবহ আগুিকান্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট

বিশ্বজিত মন্ডল,ভয়েস ৯,ঢাকা ব্যুরোঃ বাগেরহাটের মোংলা ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি-১নং ইউনিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মোংলা ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি-১নং ইউনিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
মোংলা ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি-১নং ইউনিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে এখনও কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। অগ্নিকাণ্ডের সময় ইপিজেড কর্তৃপক্ষ সব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করলে দ্রুত কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। 
মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আরবেশ আলী বলেন, বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবরে খুলনা, বাগেরহাট ও বন্দরের ১২টি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad