আমেরিকার আকাশসীমায় বিশালাকায় চীনা গুপ্তচর বেলুন

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আমেরিকার আকাশসীমায় বিশালাকায় এক চীনা গুপ্তচর বেলুন দেখা দেওয়ার ঘটনায় পেন্টাগন উদ্বিগ্ন। না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয়েছে। সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফরের কয়েকদিন আগেই এই ঘটনা ঘটল বলে জানা গেছে। 
NORAD (North American Aerospace Defence Command) এটির উপর সর্বক্ষণের নজরদারী চালাচ্ছে। পেন্টাগন জানিয়েছে, বৃহস্পতিবার মন্টানার উপরে বেলুনটি দেখা গেছে এবং এটির আকার প্রায় তিনটি বাসের সমান। এই মুহূর্তে মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, বেলুনটি বাণিজ্যিক বিমান চলাচলের উপরে উচ্চতায় উড়ছে। তারা এটির গতিবিধি ট্র্যাক করে চলেছে। 
চীন এবং তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন দ্বীপগুলিতে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে সম্মত হওয়ার সময় বেলুনটির নজরে আসে।
Photo Credit: Chase Doak/via Reuters

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad