ওই দম্পতির দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ওই ‘ধর্মগুরু’ঐশ্বরিক শক্তি দিয়ে তাদের সন্তান পাইয়ে দেবে বলে তাদের বেশ কিছু আচার অনুষ্ঠান করার কথা বলে। পরে, একটু একটু করে তাদের কাছ থেকে তিন লক্ষ টাকারও বেশি হাতিয়ে নেন।
অভিযোগে জানা গেছে, সংগ্রাম দাশ নামে এক ব্যক্তি বিয়ের কয়েক বছর পর সন্তান জন্মদানে বেশ কিছু জটিলতার সম্মুখীন হন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা করান। কিন্তু, কোনো ফল পাওয়া যায়নি।.
এরপর তার কিছু বন্ধু তাদের পরামর্শ দেন ওই ‘বাবাংসঙ্গে যোগাযোগ করলে, ব্যবস্থা হয়ে যাবে।
এরপর, তাদের পরামর্শ শুনে ওই দম্পতি সিদ্ধেশ্বর সামন্তের সঙ্গে দেখা করেন। এরপর, ওই ‘জাল বাবা’ তাদের কিছু আচার অনুষ্ঠান করার কথা বলে পর্যায়ক্রমে তাদের কাছ থেকে তিন লক্ষ টাকারও বেশি টাকা হাতিয়ে নেন।
এরপর, কোন সুরাহা না হওয়ায় ওই দম্পতি যখন আরও অর্থ দিতে অস্বীকার করেন, তখন ‘জাল বাবা’ তাদের হুমকি দেন।
এরপর, ওই দম্পতি থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্মগুরুকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।