লক্ষ্য করা গেছে, পুরানো প্রজন্মের পাশাপাশি, একরাশ নতুন প্রজন্মের মুখ কবিতা নিয়ে চর্চা ও লেখার পাশাপাশি, কবিতাকে বাস্তবধর্মী ও জীবনমুখী করার গবেষণা চালিয়ে যাচ্ছেন, যা সমাজের একটা ভালো দিককে ইঙ্গিত করছে।
কবিতা, শুধু নিছক শব্দের একটা কাঠামো নয়, নাগরিকতার দূষণে ক্লান্ত মানুষের কাছে মরুদ্যান স্বরূপ। তাই দেশ-বিদেশের লক্ষ লক্ষ বাঙালি পাঠকের কাছে বাংলা কবিতাকে পৌছে দেওয়ার জন্যই ‘সংবাদ ভয়েস ৯’ এর এই উদ্যোগ।
যারা কবিতা লেখেন, তারা আমাদের দপ্তরে তাদের কবিতা পাঠাতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারীর মধ্যে। যারা, কবিতা পাঠ করেন, তারা কোন অডিও-ভিসুয়াল ক্লিপ পাঠাতে পারেন।
প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কবিদের সংক্ষিপ্ত জীবনী দিতে অনুরোধ করা হচ্ছে।
কবিতাগুলিকে সর্বাধিক ২৫ লাইনের মধ্যে হতে হবে।
শ্রেষ্ঠ রচনাকে দেওয়া হবে বিশেষ স্মারক পুরষ্কার ও শংসাপত্র।
যোগাযোগঃ Whatsapp: +918927042594
Email: voice9india@gmail.com