Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সংবাদ ভয়েস ৯’ এর ভার্চুয়াল ‘কবিতা উৎসব ২০২৩’

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সংবাদ ভয়েস ৯’ এর উদ্যোগে আগামি ২১ শে ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এক ভার্চুয়াল ‘কবিতা উৎসব ২০২৩’ এর আয়োজন করা হয়েছে। এই ‘কবিতা উৎসব ২০২৩’ এ অংশগ্রহণ করে বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কবিতা-বিমুখ বাঙালি সমাজকে আরো বেশি সাহিত্য-মুখী করার আহ্বান জানানো হয়েছে ভয়েস ৯ নিউজ গ্রুপের পক্ষ থেকে। 
লক্ষ্য করা গেছে, পুরানো প্রজন্মের পাশাপাশি, একরাশ নতুন প্রজন্মের মুখ কবিতা নিয়ে চর্চা ও লেখার পাশাপাশি, কবিতাকে বাস্তবধর্মী ও জীবনমুখী করার গবেষণা চালিয়ে যাচ্ছেন, যা সমাজের একটা ভালো দিককে ইঙ্গিত করছে। কবিতা, শুধু নিছক শব্দের একটা কাঠামো নয়, নাগরিকতার দূষণে ক্লান্ত মানুষের কাছে মরুদ্যান স্বরূপ। তাই দেশ-বিদেশের লক্ষ লক্ষ বাঙালি পাঠকের কাছে বাংলা কবিতাকে পৌছে দেওয়ার জন্যই ‘সংবাদ ভয়েস ৯’ এর এই উদ্যোগ।
যারা কবিতা লেখেন, তারা আমাদের দপ্তরে তাদের কবিতা পাঠাতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারীর মধ্যে। যারা, কবিতা পাঠ করেন, তারা কোন অডিও-ভিসুয়াল ক্লিপ পাঠাতে পারেন। 
প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কবিদের সংক্ষিপ্ত জীবনী দিতে অনুরোধ করা হচ্ছে। 
কবিতাগুলিকে সর্বাধিক ২৫ লাইনের মধ্যে হতে হবে। 
শ্রেষ্ঠ রচনাকে দেওয়া হবে বিশেষ স্মারক পুরষ্কার ও শংসাপত্র। 
যোগাযোগঃ Whatsapp: +918927042594 Email: voice9india@gmail.com

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad