পাঠাগারের সভাপতি শ্রীজিত চক্রবর্তী, সম্পাদক সন্দীপ ভট্টাচার্য্য, শিবনাথ মন্ডল, মুরলী চৌধুরী, অমল ঘোষ, প্রবীর ঘোষ, বিমল চন্দ্র পাল, নাজিয়া এলাহী, নিমাই চন্দ্র দেবনাথ, চিন্ময় চ্যাটার্জি, অর্জুন দেবনাথ, সুদীপ পাল, জয়দেব দত্ত, দেবকী দুলাল চক্রবর্তী, নান্দা মুখার্জী, শাওমি দেবনাথ, জয়দেব পাল, উত্তম গাঙ্গুলী, দিবাকর প্রামানিক ছাড়া অন্যান্য কবি সাহিত্যিক কবিতা পাঠ ও গান করে তাক লাগিয়ে দেন।
এই কবিতা উৎসবে ধামসা মাদল পাঠাগার থেকে মিছিল করে কবি সাহিত্যিকরা কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূর্তির কাছে পৌঁছান এবং মালা পরিয়ে সম্মান জানান । সম্পূর্ণ কার্যক্রম সঞ্চালন মলয় চন্দ্র হালদার করেন । পাঠাগারের প্রাঙ্গনে কবি শিবনাথ মন্ডল বকুল গাছ এবং রাধা গোবিন্দ পাল দেবদারু গাছ লাগান। এইভাবে কবি সম্মেলনকে স্মৃতি-বন্দী করে রাখা হল।
হুগলি জেলার বলাগড়ের ধীরেন্দ্রনাথ পাঠাগারে হয়ে গেল কবি সম্মেলন
9:33:00 PM
0
হুগলি: ধীরেন্দ্রনাথ পাঠাগার পরিচালন কমিটি ও পাঠক পাঠিকা বৃন্দ উদ্যোগে বলাগড় বাকুলিয়া কবি সম্মেলন আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে শতাধিক কবি অংশগ্রহণ করেন।
Tags