আর এ ব্যাপারে, ধর্নামঞ্চ থেকে তাদের এক প্রতিনিধি দল আজ দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। শুধু রাজ্য নির্বাচন কমিশন নয়, এই একই দাবিতে কেন্দ্রিয় নির্বাচনকেও চিঠি লিখেছেন এই মঞ্চ। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপালকেও চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, তারা মূলতঃ ৩ টি দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের প্রথম দাবি হল - বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়া। তাদের দ্বিতীয় দাবি হলো, শূন্য পদে নিয়োগ ও তৃতীয় দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ।
জানানো হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রতিটি বুথে ঙ্কেন্দ্রিয় নিরাপত্তা বাহিনী দেওয়া হোক।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়েছে, তারা এর আগে দেখেছেন, কীভাবে ভোটকর্মীরা বিপন্ন বোধ করেন। এছাড়া, বুথে যাওয়া ভোটারদের নিররাপত্তার স্বার্থটাও দেখা জরুরী। আর যদি, কেন্দ্রিয় বাহিনী দিয়ে নির্বাচন করানো না হয়, তাহলে সরকারী কর্মীদের একাংশ পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসাবে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হলো যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে।