Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

চলতি খারিফ মরশুমে রাজ্যের চাষীদের কাছ থেকে অতিরিক্ত ৫ লক্ষ টন ধান কেনা হবে

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি খারিফ মরশুমে রাজ্যের চাষীদের কাছ থেকে মোট ৫৫ লক্ষ টন ধান সরকারী উদ্যোগে কেনা হবে। 
সেইমতো ৪৫ লক্ষ টন ধান আগেই কেনা হয়ে গেছে। তবে, নবান্ন সূত্রে জানা গেছে, সরকার তার লক্ষ্যমাত্রার চেয়ে আরো ৫ লক্ষ টন ধান বেশি কিনবে। রাজ্যের নথিভূক্ত চাষীর সংখ্যা ৩০ লক্ষের বেশি। এদের মধ্যে প্রায় ১৬ লক্ষ চাষী সরকারের কাছে ধান বিক্রি করেছে বলে জানা গেছে।
বিগত, কয়েক মাস কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গম না পাওয়ার জন্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য আগামী কয়েক মাস অতিরিক্ত চাল প্রয়োজন বলে মনে করছে রাজ্য খাদ্যদফতর। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষে জানানো হয়েছে, কুইন্ট্যাল প্রতি ২,১৪০ টাকা দামেই বাড়তি আরও ৫ লক্ষ টন ধান কেনা হবে।
 চলতি মরশুমে স্থায়ী সরকারি ক্রয় কেন্দ্রগুলি CPC থেকে ৩৪ লক্ষ টন ধান কেনার কথা ছিল। এবার, সেটা বাড়িয়ে ৩৭ লক্ষ ২০ হাজার টন করা হয়েছে। বেনফেড, কনফেড সহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ২১ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২২.৮ লক্ষ টন করা হয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad