জানা গেছে, শুক্রবার ভুক্তভোগী তার বাড়িতে বাসন পরিষ্কার করার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় তাঁর ছোট মেয়েরা সুগুনা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফলে, সেই সময় ওই মহিলা বাড়িতে একা ছিলেন।
সাহায্যের জন্য নরসাভভার আর্তনাদ করলেও আতঙ্কিত প্রতিবেশীরা তাকে বাঁচাতে যাওয়ার কোনও চেষ্টা করেনি। বানরগুলি পালিয়ে না যাওয়া পর্যন্ত তারা তাদের বাড়ির ভিতরেই ছিলেন। কিছুক্ষণ পরে সুগুনা বাড়ি ফিরে আসার পরেই ওই বৃদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান নরসাভভা।
তেলেঙ্গানায় ২০টি বানরের আক্রমণে এক ৭০ বছরের মহিলার মৃত্যু
12:36:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল তেলেঙ্গানায় বানরের আক্রমণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গিয়েছে, কামারেড্ডি জেলার রামারেড্ডি গ্রামের বাসিন্দা চাতারাবোইনা নরসাভভা নামে ওই মহিলার মৃত্যু হয়েছে।