ওই পরীক্ষার্থী শ্রীজৈন বালিকা বিদ্যালয়ে পড়ত। তার সিট পড়েছিল শ্যামবাজারে আদর্শ শিক্ষা নিকেতনে। সময়ে সে ওই স্কুলে পৌঁছাতে না পারায় সৌভিক চক্রবর্তী তাকে গ্রীন করিডোর করে পৌঁছে দিয়েছিলেন তার স্কুলে।
জানা গেছে, আজ সকালে স্ট্র্যান্ড রোড ক্রসিং-এর কাছে এক উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী পথ হারিয়ে ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তীর কাছে আসেন। ওই ছাত্রটি জানতে পেরেছিল যে পরীক্ষা কেন্দ্রটি একটি সংকীর্ণ গলির মধ্যে। কিন্তু, সে কিছুতেই সেটা খুঁজে পাচ্ছিল না। এদিকে পরীক্ষার সময় এগিয়ে আসছিল।
কোন উপায় না দেখে সে হাজির হয় পুলিশের কাছে। ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তী তার কাছ থেকে সব শুনে সার্জেন্ট শুভজিৎ পালকে নির্দেশ দেন তাকে পরীক্ষা কেন্দ্রে দ্রুত পৌঁছে দিতে। শুভজিৎ পাল দ্রুত ছেলেটিকে তার বাইকে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।