অস্কার ২০২৩: 'আরআরআর' এর গান 'নাতু নাতু', জিতল একাডেমি অ্যাওয়ার্ড

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর 'নাতু নাতু' সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতেছে। ইতিমধ্যেই এই গানটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। গানটির সুরকার এম এম কিরাভানি পুরষ্কার পেয়েছেন। গানটি 'টেল ইট লাইক এ ওম্যান', 'টপ গান: ম্যাভেরিক' সিনেমার 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরেভার' ছবির 'লিফট মি আপ' এবং 'এভরিথিং, এভরিওয়েয়ার অল অ্যাট ওয়ানস' ছবির 'দিস ইজ লাইফ'-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিল।
শুধু 'নাতু নাতু' নয়, এ বছর মনোনয়ন পেয়েছে দুটি ভারতীয় ডকুমেন্টারি- শৌনক সেনের 'অল দ্যাট ব্রেথস' এবং কার্তিকি গনজালভেসের 'দ্য এলিফ্যান্ট হুইসপারস'। এসএস রাজামৌলি 'আরআরআর' ছবিতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট এবং অজয় দেবগন। জিমি কিমেলের সঞ্চালনায় ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad