ছবিঃ এএনআই
অনলাইন জুয়ার কারণে তামিলনাড়ুতে ৪২ জন আত্মঘাতী বলে অভিযোগঃ বিক্ষোভ
3/16/2023 11:59:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে রাজ্যের ৪২ জন মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছেন টিপিডিকে প্রধান আনূর জগদীশান। রাজ্যের রাজ্যপাল আর এন রবি রাজ্যে অনলাইন জুয়া এবং অনলাইন গেম নিষিদ্ধ করার বিল ফেরত পাঠানোর পরই বিক্ষোভে ফেটে পড়ে টিপিডি। তারা জানিয়েছেন, “অনলাইন রামি'র কারণে এ পর্যন্ত ৪২ জন আত্মহত্যা করেছেন। "রাজ্যপাল দায়ী, আমরা মৃত ৪ জনের নমুনা সংগ্রহ করেছি এবং এটি পোস্টের মাধ্যমে রাজভবনে প্রেরণ করব।“