নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি
10:29:00 AM
0
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আজ নিউজিল্যান্ডের উত্তরে অবস্থিত কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিকটবর্তী, জনবসতিহীন দ্বীপগুলির জন্য সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের পর ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, তবে নিউজিল্যান্ড সুনামির সম্মুখীন হয়নি।
নিউজিল্যান্ডএ ভূমিকম্পের কারণ টেকটোনিক প্লেট - প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট সীমানার কাছাকাছ এর অবস্থান। এটি রিং অফ ফায়ারের প্রান্তের কাছাকাছি, তাই এটি একটি ভূমিকম্পজনিত সক্রিয় অঞ্চল। নিউজিল্যান্ডে প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প হয়।