এবারে ‘লক্ষীর ভান্ডারের’ টাকা ২০ এপ্রিলের মধ্যে পাওয়া যাবেঃ জানালো রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধিঃ এক সময় রাজ্যের মহিলারা ‘লক্ষীর ভান্ডার’ এর টাকা পেতেন মাসের একেবারে প্রথমেই। পরে সেই সময়টা বাড়তে বাড়তে ‘লক্ষীর ভান্ডার’ এর টাকা পেতে মাসের ১৪ কিংবা ১৫-১৬ তারিখ হতে থাকে। এরকম অভিযোগ গ্রামের লক্ষীর ভান্ডার প্রকল্পের গ্রাহকদের। তাদের অনুরোধ, রাজ্য সরকার যদি আগের মতো মাসের প্রথম দিকে এই টাকা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে সুবিধা হয়। এবারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের গ্রাহকরা এপ্রিল মাসের ‘লক্ষীর ভান্ডারের’ টাকা পাবেন ২০ এপ্রিলের মধ্যে। আজ নবান্নে এই নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক, বিডিও, এসডিওদের সঙ্গে বৈঠক করেন। রাজ্য়ের লাখ লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী-সহ নানা সরকারি স্কিমে টাকা পান। সেই সব টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়। ব্যাঙ্কের থেকে উপভোক্তাদের কাছে এসএমএসও যায়। তবে কোন প্রকল্পের টাকা ঢুকছে তা নির্দিষ্টভাবে লেখা থাকে না। নবান্ন সূত্রে খবর, সেই বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে উদ্যোগী রাজ্য সরকার। সূত্রের খবর, এই নিয়ে রাজ্যের অর্থসচিবকে নির্দেশও দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad