উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টারের ব্লেডের ধাক্কায় এক আধিকারিকের মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ২৫ এপ্রিল কেদারনাথ ধামের মন্দির খোলার আগে এক দুর্ঘটনায় মৃত্যু হল এক আধিকারিকের। রবিবার কেদারনাথে হেলিকপ্টারের টেইল রটারের ধাক্কায় উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিএডিএ) এক আধিকারিক নিহত হন। কেদারনাথ মন্দিরে হেলি পরিষেবার ব্যবস্থা পরিদর্শন করতে হেলিপ্যাড পরিদর্শনকারী একটি দলের অংশ ছিলেন এই ব্যক্তি। 
 অমিত সাইনি নামে ওই আধিকারিক হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত সাংবাদিকদের জানান, হেলিকপ্টারের লেজ রটারের ধাক্কায় ঘাড়ে গুরুতর আঘাত পান ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি। 
 রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক ভাদনে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কেদারনাথের গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম হেলিপ্যাডে। সাইনি উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটিতে অর্থ নিয়ন্ত্রক হিসাবে কাজ করেছিলেন। 
 জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, দুপুর সোয়া ২টার দিকে দলটি পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। কেদারনাথে তুষারপাত এবং বিরতিহীন বৃষ্টির মধ্যেও কর্তৃপক্ষ কেদারনাথের তীর্থযাত্রার ব্যবস্থা চূড়ান্ত করত এখন ব্যস্ত।
প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad