কেন্দ্রিয় সরকার এই রাজ্যে ১১ টি নার্সিং কলেজ গড়তে চলেছে, সারা দেশে হবে ১৫৭ টি

ভয়েস ৯, কলকাতা ব্যুরোঃ দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যেও নার্সিং কলেজ স্থাপন করতে চলেছে কেন্দ্রিয় সরকার। জানা গেছে, বিভিন্ন রাজ্যের মেডিকেল কলেজের পাশেই গড়ে উঠতে চলেছে এই নার্সিং কলেজগুলি। তবে, যে সমস্ত মেডিক্যাল কলেজে নার্সিং পড়ার সুযোগ নেই, সেখানেই এই নার্সিং কলেজগুলি গড়ে উঠবে বলে জানা গেছে।
মোট ১৫৭ টি কলেজ গড়া হবে বলে জানা গেছে। আর এই রাজ্য পাচ্ছে ১১ টি নার্সিং কলেজ। এগুলি হচ্ছে উত্তরবঙ্গে ৩টি ও দক্ষিণবঙ্গে ৮টি জায়গায়। উত্তরবঙ্গের কোচবিহার, মাটিগাড়া, ইংরেজবাজার এবং দক্ষিণবঙ্গের রামপুরহাট, বহরমপুর, দুর্গাপুর, মেদিনীপুর, বাঁকুড়া, বনগাঁ, কল্যাণী ও ব্যারাকপুরে এই কলেজগুলি গড়ে উঠবে বলে জানা গেছে। ভারতে এর আগে নার্সিং কলেজ ছিল ৩৮৭ টি। কেন্দ্রে মোদি সরকার আসার পর ওই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৬৬০ টি। 
এবার এই সংখ্যাটা হবে ৮১৭ টি। ফলে, গোটা দেশের নার্সিংয়ের ক্ষেত্রে আরও ১৫ হাজার ৭০০ আসন বাড়বে। কেন্দ্র এই কলেজগুলি গড়ার অর্থ দিলেও রাজ্য সরকারকে তার জন্য জমি সহ প্রয়োজনীয় অনান্য পরিকাঠামো গড়ে দিতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad