৪০ বছর বয়সী এক মদ্যপ যাত্রী দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে জরুরি দরজা খোলার চেষ্টা করলেন
4/08/2023 10:34:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানের জরুরি দরজার ফ্ল্যাপ খোলার চেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সী এক মদ্যপ যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫৬ মিনিটে আইজিআই বিমানবন্দর থেকে ৬ই ৩০৮ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে ইন্ডিগো জানিয়েছে, "দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইট ৬ই ৩০৮-এর এক যাত্রী মদ্যপ অবস্থায় জরুরি প্রস্থানের ফ্ল্যাপ খোলার চেষ্টা করেছিলেন। এই ঘটনা লক্ষ্য করার পরে, ক্রুরা ক্যাপ্টেনকে সতর্ক করেছিল এবং পাশাপাশি ওই যাত্রীকও।
বেঙ্গালুরুতে পৌঁছানোর পর ওই যাত্রীকে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।