ইংরাজী পাঠ্যপুস্তকে ‘ফাদার’, মাদার’ এর বদলে ‘আব্বু’, ‘আম্মি’, পাঠ্যপুস্তক নিষিদ্ধের দাবি অভিভাবকদের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দেরাদুনের একটি ইংরাজী মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ইংরাজি পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ে ‘ফাদার’, মাদার’ এর বদলে ‘আব্বু’, ‘আম্মি’ লেখায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। তারা অবিলম্বে গুল মোহর পার্ট ২ পাঠ্যপুস্তককে নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
 মনীশ মিত্তল নামে এক অভিভাবক জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে জেলার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'গুল মোহর পার্ট ২' পাঠ্যপুস্তক নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। জানা গেছে, এই 'গুল মোহর পার্ট ২' সারা দেশের সমস্ত আইসিএসই স্কুলে পড়ানো হয়। 


এ ব্যাপারে, জেলা ম্যাজিস্ট্রেট সোনিকা শিক্ষা আধিকারিককে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তরাখণ্ডের স্কুল এডুকেশনের ডিজি বংশীধর তিওয়ারি বলেছেন, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের কথা শোনা হবে এবং তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।
 মনীশ মিত্তল সাংবাদিকদের জানান, ‘এটি একটি গুরুতর বিষয় এবং আমাদের বিশ্বাস ও ধর্মীয় বিশ্বাসের উপর মারাত্মক আক্রমণ।‘ মিত্তল জেলা ম্যাজিস্ট্রেটকে "এই ধরনের ধর্মবিরোধী কার্যকলাপ" রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad