ভুল করে অন্য গাড়ির দরজা খোলায় চিয়ার লিডারদের লক্ষ্য করে ছুটে এল গুলি

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ তিনি ভুল স্বীকার করে বলেছিলেন – আমি বুঝতে না পেরেই আপনার গাড়ির দরজা খুলে ফেলেছিলাম। ক্ষমা করবেন। কিন্তু, তার কথায় কান দিলেন না ওই গাড়ির মালিক। বন্দুক বের করে চালিয়ে দিলেন পর পর গুলি। গুলি লাগলো এক চিয়ারলিডারের শরীরে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 
পেটন ওয়াশিংটন নামে এক ১৮ বছরের চিয়ারলিডার তার তিন বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটা গাড়িকে নিজেদের গাড়ি ভেবে ওই বন্ধুদের একজন হিদার রথ সেই গাড়ির দরজা খুলে ফেলেন। আর দরজা খুলেই তার ভুল ভাঙ্গে। ভিতরে অপরিচিত এক যুবক ছিলেন। তিনি ভুল গাড়ির দরজা খুলে ফেলায়, ক্ষমাও চান।
এরপর তারা তাদের গাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু, ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে ওই চিয়ারলিডারদের গাড়ির কাছে গিয়ে দাঁড়ান। ওরা আবার ক্ষমা চান। 
কিন্তু, ব্যক্তি সেসব কথায় গুরুত্ব না দিয়ে ওদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। জানা গেছে, পেটনের পায়ে ও পিঠে গুলি লাগে। হিদারের শরীরেও গুলি লাগে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। 
 হিদার বলেন, "আমি দেখলাম লোকটি গাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি আমার গাড়ির জানালাটি নিচে নামিয়ে দিচ্ছিলাম, ক্ষমা চাওয়ার চেষ্টা করছিলাম। লোকটা কেবল একটি বন্দুক বের করেছিল এবং আমাদের সবার দিকে গুলি চালাতে শুরু করেছিল।“ উডল্যান্ডস এলিট চিয়ারের মালিক লিন শিয়েরার বলেন, গুলির আঘাতে তার প্লীহা ফেটে গেছে। তার অগ্ন্যাশয়ও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad