মুদিখানার মালিক আপনাকে ঠকাচ্ছেন নাতো? দাম কমেছে সব ভোজ্য তেলের

রজত রায়, ভয়েস ৯ঃ দীর্ঘদিন ভোজ্য তেলের দাম গৃহস্থের মাথা-ব্যাথার কারণ হয়ে ছিল। এবার সেই ভোজ্য তেলের দাম অনেকটাই কমল। এখন, লক্ষ্য রাখুন, মুদিখানার মালিক আপনাকে আগের মূল্যে তেল বিক্রি করছে, না কি দাম কমিয়েছে। নইলে ঠকে যাবেন।
 ইতিমধ্যেই, বিভিন্ন বাজারে চিনি, মুড়ি, আটা ও ময়দা ভিন্ন ভিন্ন দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলেও সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে, পঞ্চায়েত নির্বাচনের আগে আটা ও মুড়ির দর নিয়ে ক্ষোভ বাড়ছে। 
পাশাপাশি রান্নার গ্যাস ও ওষুধের দাম লাগামছাড়াভাবে বেড়ে চলেছে। ফলে, ক্ষোভ বাড়ছে কিন্দ্রিয় সরকারের উপরেও।
জানা গেছে, এবার সর্ষের তেল প্রতি কেজিতে প্রায় ৫ টাকা থেকে ৫টাকা ৫০ পয়সা কম হয়েছে। প্রতি কুইন্টালে দাম কমেছে ৫৫০ থেকে ৬০০ টাকা। ফলে সর্ষের তেল ১৩,০০০ থেকে ১৩,৫০০ টাকা প্রতি কুইন্টালে বিক্রি হচ্ছে। 
পাশাপাশি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সর্ষের তেলের দাম প্রতি লিটার ৭ টাকা পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 ১. কাচ্চি ঘানি সর্ষের তেল: টিন প্রতি ১৫৯৫ থেকে ১৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। 
২. পাক্কি ঘানি সর্ষের তেল: টিন প্রতি ১,১৯৫ থেকে ২,১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
 ৩. পরিশোধিত চিনাবাদাম তেল : টিন প্রতি (১৫ কেজি) ২,৪৬৫ থেকে ২,৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
 ৪. সয়াবিন তেল : প্রতি কুইন্টালে ১৩,০৫০ টাকায় বিক্রি হচ্ছে। 
৫. কটনসিড মিল ডেলিভারি: প্রতি কুইন্টালে ১২,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad