জলপাইগুড়িঃ ধ্বসে পড়া কোল্ড স্টোরেজ থেকে ছড়াচ্ছে বিষাক্ত অ্যামোনিয়া, বহু অসুস্থ, গ্রাম খালি
8:47:00 AM
0
রায়া গুপ্তা, শিলিগুড়ি, ভয়েস ৯ঃ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আচমকাই ভেঙে পড়া কোল্ড-স্টোরেজ থেকে আশপাশে ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। আর এই লিক করা গ্যাসে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে ওই গ্রামের প্রায় ৭ জন মানুষ। তাদের হাসপাতাল ও স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।এরপরই ভয়ে গ্রাম ছাড়তে শুরু করে গ্রামের মানুষজন। অবস্থা বেগতিক দেখে রাতেই ঘটনাস্থলে আসে এন ডি আর এফ এর একটি দল। তারা সমস্ত এলাকা পর্যবেক্ষণ করে কোল্ড-স্টোরেজটির গ্যাস চেম্বার মেরামতির কাজ শুরু করেন।
এলাকার বেশ কিছু বাসিন্দা জানান, আমরা আগেই আন্দাজ করেছিলাম কোল্ড-স্টোরেজের একদিকের দেওয়ালে যেভাবে ফাটল ধরেছে, তাতে যে কোন সময় তা ভেঙে পড়তে পারে। ওই স্টোরের এক কর্মী জানান, এ ব্যাপারে মালিককে জানানো হয়েছিল। কিন্তু, তিনি তাদের কথাকে আমল দেননি।