সিঙ্গুরে নাকা চেকিং এ ধরা পড়লো গাঁজা ভর্তি গাড়ি, ধৃত তিন

মানস পাল, হুগলি, ভয়েস ৯ঃ হুগলি জেলার সিঙ্গুর থানা এলাকায় নাকা তল্লাশি চলার সময় একটি গাড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা আটক করেছে পুলিশ ৷ আর এই পাচারের সঙ্গে যুক্ত থাকায় ওই গাড়ির তিনজন আরোহীকে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ। এই ঘটনাটি ঘটে গতকাল রাতে। নাকা তল্লাশীর সময় পুলিশ ওই গাড়ির তিন আরোহীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। 
এই সময় ওদের কথাবার্তায় নানা অসঙ্গতি ধরা পড়ে। ফলে, পুলিশ গাড়ি চেক করতে শুরু করে। এই সময় ওই গাড়ি থেকে মোট ৮৭ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, আটক যুবকরা জেলার চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায় থাকে। পাচারের উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমান গাঁজা নিয়ে যাচ্ছিল বলে পুলিশের ধারণা। 
হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি জানান, ওই ব্যক্তিরা ওড়িশার তাজপুর থেকে এই গাঁজা নিয়ে আসছিল। পুলিশের নজর এড়াতে তারা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তা ধরে আসছিল। চন্ডীতলার শিয়াখালা, বনমালীপুর, বাসুবাটি হয়ে এরা সিঙ্গুরে ঢোকে। এই সময় নাকা চেকিং চলায় পুলিশ তাদের গাড়ি আটকায়। জানা গেছে, ওই গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পুলিশ এখন খতিয়ে দেখছে, আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad