১০ আরোহী সহ জাপানি সামরিক হেলিকপ্টার রাডার থেকে উধাও

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দশ জন আরোহী নিয়ে একটি জাপানি সামরিক হেলিকপ্টার ইউএইচ৬০ রাডার থেকে উধাও হয়ে গেছে। উধাও হওয়ার ঘটনাটি ঘটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মিয়াকোজিমার কাছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। 
 রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, মিয়াকোজিমার গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের ঘাঁটি ছেড়ে যাওয়ার পর ইউএইচ৬০ সৈন্য পরিবহনকারী হেলিকপ্টারটি রাডার ট্র্যাকিং থেকে অদৃশ্য হয়ে যায় এবং রেডিও যোগাযোগেও সাড়া দেয়নি।
 জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এনএইচকে-তে সম্প্রচারিত এক মন্তব্যে বলেছেন, হেলিকপ্টারে থাকা যাত্রীদের উদ্ধার করাই সরকারের অগ্রাধিকার। জাপানি কোস্ট গার্ডের জাহাজগুলি নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান করছে, এনএইচকে অনুসারে এটি ১০ জন যাত্রী বহন করছিল। তাদের মধ্যে গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের এক সিনিয়র কমান্ডারও রয়েছেন বলে স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad