মাদক ব্যাবসায়ীর পেট থেকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাগেরহাটের পুলিশ এক মাদক ব্যাবসায়ীর মল ত্যাগ করিয়ে তার পেট থেকে মোট ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাগেরহাটের গোয়েন্দা পুলিশ সোমবার ভোর রাতে কেন্দ্রীয় বাসটার্মিনালে এক অভিযান চালিয়ে হালিম মৃধা (৪৫) নামের এই পেশাদার মাদক বিক্রেতাকে আটক করে। 
 হালিম মৃধার স্বীকারোক্তিতে পুলিশ দল তাকে নিয়ে বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসকের সহযোগিতায় মল ত্যাগ করিয়ে তার পেট থেকে মোট ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। দুর্ধর্ষ এ মাদক বিক্রেতা হালিম মৃধা জেলার মোড়েলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের ধলু মৃধার ছেলে। সে কক্সবাজার থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট টেপে জড়িয়ে গিলে খেয়ে পেটের মধ্যে করে নিয়ে আসে বলে জানায়।
 বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম সোমবার দুপুরে জানান, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার ভোর রাতের দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে অপেক্ষামান অবস্থায় হালিম মৃধাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে জানা জায় সে স্কচটেপে মুড়িয়ে একএকটি প্যাকেটে ১২ টি করে ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে পেটের মধ্যে রাখে। যা বাগেরহাট জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসকরে সহযোগিতায় মল ত্যাগ করিয়ে মোট ৬০০ পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়। 
এ ঘটনা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad