মহিলা সাংবাদিককে নিয়ে আপত্তিকর বিষয় শেয়ার করার অভিযোগে ইউটিউবার গ্রেফতার

ভয়েস ৯, নিউজ ডেস্ক, ভুবনেশ্বরঃ নিউজ পোর্টালের এক মহিলা সাংবাদিককে নিয়ে আপত্তিকর বিষয় শেয়ার করার অভিযোগে বুধবার এক ইউটিউবারকে গ্রেফতার করল মহিলা পুলিশ। অভিযুক্তের নাম উমাকান্ত পানিগ্রাহী ওরফে শঙ্কর ও এমএম সরন (৩০)। 
তিনি বালাসোর জেলার সিমুলিয়ার বাসিন্দা। মহিলা থানায় দায়ের করা মামলায় (৫৩/২০২৩) ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৩৫৪এ, ৩৫৪ডি, ৫০৯ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় পানিগ্রাহীকে গ্রেপ্তার করা হয়েছে। 
জানা গেছে, গত ৭ এপ্রিল মহারাজা সিনেমা হলে একটি ওড়িয়া সিনেমার প্রিমিয়ারে রিপোর্ট করছিলেন ওই মহিলা সাংবাদিক। ভুক্তভোগী তার অভিযোগে অভিযোগ করেছেন যে কেউ তাকে  নিয়ে ভিডিও করছে এবং পরে ভিডিওটি  ওই অভিযুক্তের ইউটিউব চ্যানেলে আপত্তিকর মন্তব্যসহ শেয়ার করা হয়েছিল।
 পরে ওই মহিলা সাংবাদিক মাখিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে। বালাসোরের সিমুলিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad