মাদক মামলায় দুই পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে মাদক বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক এসআই হেলাল উদ্দীন ও পরিচ্ছন্নকর্মী মানিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হেলালের বাড়ি নওগাঁ জেলায় এবং সেই সময় জেলার পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। মামলার অভিযোগে জানা যায়, এক মাদক বিক্রেতার তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ২৩ জুন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী মানিককে আটক করে। তখন তাকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ। দণ্ডপ্রাপ্ত মানিক পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায়। <</

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad