বাংলাদেশঃ মারা গেছেন সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন চন্দ্র শীল



ভয়েস ৯,ঢাকা ব্যুরোঃ রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন চন্দ্র শীল মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  ভুবনের শ্যালক পলাশ চন্দ্র শীল 

গত শুক্রবার রাতে অস্ত্রোপচার করে ভুবনের মাথার দুটি গুলির স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা তখন জানান, ভুবন শঙ্কামুক্ত নন। পরে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত সোমবার রাত পৌনে ১০টার দিকে তেজগাঁওয়ের বিজি প্রেস থেকে একটু দূরত্বে হঠাৎ একটি প্রাইভেট কারকে ঘেরাও করে ফেলে চারটি মোটরসাইকেলে থাকা সাত-আটজন অস্ত্রধারী। ওই গাড়িতে ছিলেন ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন, তার দুই সহযোগী খোকন ও মিঠু। অস্ত্রধারীদের দেখেই মামুন কার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধরে কোপায়। ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। দুর্বৃত্তদের ওই গুলি গিয়ে লাগে রাস্তার উল্টো পাশ দিয়ে বাইকে করে গন্তব্যে ফেরা আইনজীবী ভুবন চন্দ্র শীলের মাথায়।

এ ঘটনায় ভুবনের স্ত্রী রত্না রানী শীল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad