ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের ধাওয়া খেয়ে চলন্ত সিএনজি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির ভেতরে পুড়ে অঙ্গার হয়েছেন চালক। তাৎক্ষণিক ভাবে বিস্ফোরণে পুড়ে অঙ্গার হয়ে মৃত্যু হওয়া চালকের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার কক্সবাজার হাইওয়ে রোডের চন্দনাইশ বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রতন কান্তি দাস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের চন্দনাইশ বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে একটি সিএনজি অটোরিকশা ডাম্পার পিকাপকে ধাক্কা দেওয়ার পর হঠাৎ সিএনজিতে আগুন লেগে যায়। অতঃপর সিএনজির সামনে বসা একজন পুড়ে মৃত্যুবরণ করেন।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, ঘটনার পর পর স্থানীয়দের ফোনে খবর পেয়ে সাড়ে তিনটার দিকে আমাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
