উচ্চমাধ্যমিকের পর আর্টস এর ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে উচ্চ আয়ের জন্য এই কোর্সগুলি করতে পারেন

উচ্চমাধ্যমিক হয়ে গেছে। শীঘ্র ফলও প্রকাশ হবে। আর তারপর? এই ‘তারপর’ এর উপর নির্ভর করে আছে আপনার সমস্ত ভবিষ্যত। পরবর্তী জীবনে আপনি আর্থিভাবে সফল হবেন, কি হবেন না, তার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই। কাজেই এখনই পরিকল্পনা করে নিন, কি করবেন। উচ্চমাধ্যমিকের পর স্কুলের গন্ডি পেরিয়ে অনেকে নিজের পছন্দের বিষয় বেছে নেন। অনেকেই আবার কী নিয়ে পড়বেন, সেটা ভেবে কুল কিনারা পান না। 

আর্টস নিয়ে উচ্চমাধ্যমিকে যাদের পড়াশোনা, তাদের মধ্যে অনেকেরই হয়তো ইচ্ছে আর্টসের কোনও বিষয়তেই নিজের কেরিয়ার তৈরি করার। আজ আমরা সন্ধান দেবো এমন কিছু কোর্সের যেগুলি আর্টস পড়া ছাত্র ছাত্রীদেরও কেরিয়ার তৈরিতে সাহায্য করবে।

অনেক সময় দেখা যায়, অনার্স নিয়ে পড়েও বহু ছাত্র-ছাত্রী সেভাবে সফল হতে পারেন না। তাই উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করতে পারলে অনেক বেশি বেতনের চাকরি পেতে পারেন। 

বিদেশি ভাষায় ডিপ্লোমা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক থেকে এক বছরের সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করা যায়। এ ক্ষেত্রে সপ্তাহে দু’দিন করে ৩ ঘণ্টার ক্লাস হয়। ভাষাশিক্ষার বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালীয়, চাইনিজ, পর্তুগিজ, জাপানি এবং কোরিয় ভাষা। উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করলে এ ক্ষেত্রে আবেদন করা যায়। বিস্তারিত জানতে www.jaduniv.edu.in এই ওয়েবসাইটে দেখতে হবে।

ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিসম ম্যানেজমেন্ট

 বিভিন্ন স্থানে ঘোরাঘুরির প্রতি ভালবাসাকে প্রাধান্য দিয়ে নিজের পেশা ঠিক করতে পারেন। ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিসম ম্যানেজমেন্টে ডিপ্লোমা করে বিভিন্ন ট্যুরিসম ভিত্তিক সংস্থায় চাকরি পেতে পারেন। এ ক্ষেত্রে ৪ বছরের ব্যাচেলার কোর্সের পাশাপাশি পাশাপাশি ১ বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগও রয়েছে। খরচ মোটামুটি ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। ইন্টিরিয়ার ডিজাইনিং অনেকেই এখন ইন্টিরিয়ার ডিজাইনার হতে চান। ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের পাঠক্রমের মধ্যে থাকে বিল্ডিং কোড, বিল্ডিংয়ের কাঠামো সংক্রান্ত নানা...নানা বিষয়, এথিক, সাইকোলজি, কম্পিউটার অ্যাডেড ড্রয়িং সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়। ইন্টিরিয়ার ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করারও সুযোগ রয়েছে।

ফ্যাশন ডিজাইনিং

 হালফিলের ফ্যাশনের ওপর আগ্রহ থাকলে ফ্যাশন ডিজাইনিং এর ওপর কোর্স করার কথা ভেবে দেখতে পারেন। টেক্সটাইল, প্যাটার্ন মেকিং, ফ্যাশন স্টাডিজ, ডিজাইনিং ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলি এখানে শেখানো হয়। এই কোর্সের সময়সীমা প্রায় চার বছরের হয়ে থাকে। 

ফিজিওথেরাপিস্ট 

সাড়ে চার বছরের ব্যাচেলর অব ফিজিওথেরাপি অর্থাৎ BPT পাশ করে রোজগারের প্রচুর সুযোগ রয়েছে বর্তমান চাকরির বাজারে। স্নাতক ফিজিওথেরাপিস্টের. চাহিদা আকাশছোঁয়া। ব্যাচেলর ইন ফিজিওথেরাপি পড়ার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। ১০+২ এরপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি পৃথক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী বেছে নেয়। অবজেকটিভ টাইপের প্রশ্ন হয় বিজ্ঞান বিভাগের উপর। তবে এই বিষয়ে একাধিক সরকার স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ডিপ্লোমা করে নিজের পেশাগত জীবন শুরু করা যায়। খরচ ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad