No title

 

সবচেয়ে দামি কোম্পানির মুকুট হারাল অ্যাপল

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় মূলধনি বা দামি কোম্পানির মুকুট খুইয়েছে অ্যাপল। কোম্পানিটির বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বেড়ে যাওয়ায় এ মুকুট হারিয়েছে কোম্পানিটি। আর তাতে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি কোম্পানির আসনে সৌদি তেল কোম্পানি আরামকো। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে দিয়ে কম ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। গতকাল বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের দাম ৫ শতাংশ কমে গেছে। তাতে দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন (এক ট্রিলিয়নে এক লাখ) ডলারে। আর একই দিন শেষে সৌদি কোম্পানি আরামকো বাজার মূলধন ছিল ২ দশমিক ৪২ ট্রিলিয়ন ডলার। তাতেই আরামকোর কাছে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির মুকুট হারায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি খাতের কোম্পানি অ্যাপল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad