ওএনজিসি হেলিকপ্টারে থাকা পাইলট ও কো-পাইলটসহ নয়জনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে

মুম্বাইঃ তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) একটি হেলিকপ্টার মঙ্গলবার নয় জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল (১ কিলোমিটার) পশ্চিমে আরব সাগরের সাগর কিরণ অয়েল রিগের কাছে জরুরি অবতরণ করেছে। ওএনজিসি হেলিকপ্টারে থাকা পাইলট ও কো-পাইলটসহ নয়জনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজনকে নিরাপদে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ওএনজিসি-র সাত জন কর্মীকে নিয়ে এই চপারটি সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বম্বে হাই-এ অবতরণ করে। কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডান্ট আর কে সিং বলেন, কোস্টগার্ডের একটি বিমান জীবিতদের জন্য একটি লাইফ সাপোর্ট ফেলে দেয় এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য নিকটবর্তী একটি টহল জাহাজকে ঘটনাস্থলে ঘুরিয়ে দেয়। এই জাহাজ বেঁচে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনকে তুলে নিয়ে যায়। সিং বলেন, উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য মুম্বাই থেকে কোস্ট গার্ডের দ্বিতীয় একটি জাহাজ পাঠানো হয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad