মার্কিন আদালত ২ টি বি্লাসবহুল রুশ বিমান বাজেয়াপ্ত করার নির্দেশ দিল
2:45:00 PM
0
নিউজ ডেস্কঃ সোমবার নিউইয়র্কের একজন ফেডারেল বিচারক রাশিয়ান ধনকুবের অলিগার্চ রোমান আব্রামোভিচের মালিকানাধীন দুটি বিলাসবহুল জেট বিমান বাজেয়াপ্ত করার অনুমোদনের ওয়ারেন্টে স্বাক্ষর করেছেন, যার মূল্য $400 মিলিয়নেরও বেশি। বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইন্ডাস্ট্রি আব্রামোভিচের বিরুদ্ধে প্রশাসনিক কার্য শুরু করে, বিমানের মূল্যের দ্বিগুণ পর্যন্ত জরিমানা চেয়েছিল।
ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা নথি অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আব্রামোভিচের সাথে সংযুক্ত জেটগুলি হল একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার এবং একটি গালফস্ট্রিম জি650ER৷ আদালতের রেকর্ড অনুসারে $350 মিলিয়ন মূল্যের বিমান দুটি, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাশিয়ান অভিজাতদের সব অপরাধ খুঁজে বের করবেন।
Tags