যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন 'অনাস্থা' ভোটে জয়ী হয়েছেন

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার সন্ধ্যায় "অনাস্থা" ভোট জিতেছেন, রক্ষণশীল সাংসদরা ২১১-১৪৮ ভোটের ব্যবধানে তার নেতৃত্বের পক্ষে ভোট দিয়েছেন। গ্রাহাম ব্র্যাডি, একজন কনজারভেটিভ সাংসদ, সোমবার সকালে ঘোষণা হাউস অফ কমন্সে রক্ষণশীল সাংসদদের ১৫% সিদ্ধান্ত নিয়েছিল যে তারা জনসনকে নেতৃত্ব দেওয়ার জন্য আর বিশ্বাস করবে না। কিন্তু ভোটের পরে তিনিই বলেন, “আমি ঘোষণ করছি পার্লামেন্টারী পার্টির প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে।“ জনসনের কনজারভেটিভ পার্টি দ্বারা অনুষ্ঠিত, ভোটটি ছিল যুক্তরাজ্যের বিতর্কিত নেতার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার লক্ষ্যে সর্বশেষ চ্যালেঞ্জ। এই ভোটে জিততে না পারলে বরিস জনসনকে পদত্যাগ করতে হতো। আপাতত, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। করোনাভাইরাসের বিধিনিষিধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ওই কাজের জন্য সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ‘পার্টিগেট কেলেঙ্কারি’ পিছু ছাড়েনি বরিসের। ফলে, সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব। পার্টিগেট কেলেঙ্কারির ঘটনা জনসমক্ষে আসার পর থেকে তা নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তা সু গ্রে দুই সপ্তাহ আগে ওই ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। মদ্যপানের আসরের ১৬টি ঘটনার তদন্ত করেছেন তিনি। বরিসের এমন পদক্ষেপের সমালোচনার পাশাপাশি তদন্ত প্রতিবেদের সঙ্গে বেশকিছু ছবিও জুড়ে দেওয়া হয়েছে। এসব ছবিতে দেখা যায়, বরিস তাঁর কর্মকর্তাদের সঙ্গে মদ্যপান করছেন। ওই আসরে মারামারির ঘটনাও ঘটে বলে জানা যায়। যদিও করোনার বিধিনিষেধের সময় এমন আয়োজন নিষিদ্ধ ছিল। ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে থেকেই বরিসের পদত্যাগ দাবি করে আসছিলেন অনেকে। প্রতিবেদন প্রকাশের পর থেকে সেই দাবি জোরালো হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad