দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নতুন মদ নীতি, উত্তপ্ত দিল্লি

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ আম আদমী পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের নতুন আবগারী নীতি নিয়ে উত্তাল দিল্লি। করেছে। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লি সরকারের এই নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। কিন্তু কী এমন পরিবর্তন ঘটলো যা নিয়ে জল এতদূর গড়ালো। 

 জানা গেছে, নতুন আবগারি নীতিতে দিল্লিতে বৈধ মদ্যপানের বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করা হয়েছে। নতুন নীতিতে দোকানের আকারও বাড়ানো হয়েছে, আগে দোকান খোলার জন্য ন্যূনতম এলাকা ছিল ১৫০ বর্গফুট যা বাড়িয়ে ৫০০ বর্গফুট করা হতো। আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর পরিচালিত দোকান এবং হোটেলগুলিকে ২৪ ঘন্টা মদ বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করার সময় লাইসেন্সধারীর দ্বারা মদের হোম ডেলিভারি করা যেতে পারে। তবে, কোনও হস্টেল, অফিস বা প্রতিষ্ঠানে মদ ডেলিভারির অনুমতি নেই। আধিকারিকদের মতে, চলতি মাসেই দিল্লির মুখ্যসচিবের পেশ করা রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে প্রাথমিকভাবে দিল্লি সরকারের জাতীয় রাজধানী অঞ্চল (জিবিসিটিডি) আইন, ১৯৯১, ব্যবসায়িক লেনদেনের বিধিমালা- ১৯৯৩, দিল্লি আবগারি আইন, ২০০৯ এবং দিল্লি আবগারি বিধিমালা, ২০১০ লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করা হয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad