জগদীপ ধনখড়কে বিজেপি তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেছে নেওয়ার পরে তৃণমূলের প্রতিক্রিয়া

ভয়েস ৯ নিউজ ডেস্ক,কলকাতা: রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় বার বার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি ২০১৯ সালে রাজ্যপাল হওয়ার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন। তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নরমে-গরমে। টুইট-যুদ্ধেও দু পক্ষই সমান পারদর্শী বলে মত বিভিন্ন রাজনৈতিক দলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বাংলার রাজ্যপাল বদলের আর্জি জানিয়েছিলেন। চিঠিতে রাজ্যপালের 'হস্তক্ষেপে' রাজ্য সরকারের কাজে ব্যাঘাত ঘটছে বলেও উল্লেখ করেছিলেন মমতা। কিন্তু, এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করার পর সুর একটু চড়েছে। অন্যদিকে কিছু বিশ্লেষকের অভিমত, রাজ্যপাল উপ-রাষ্ট্রপতি হয়ে দিল্লি ফিরে গেলে সংঘাতের জায়গাটা কমবে। ফলে তৃণমূল কিছুটা ভালো অবস্থায় থাকবে। তাদের তো খুশি হওয়ার কথা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনখড়কে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়ার বিষয়ে মন্তব্য করবেন। তিনি বলেন, যারা শুধু ইস্যু নিয়ে টুইট করে এবং সংবিধানকে অপমান করে, তারা জনগণের জন্য হতে পারে না। যখন কৃষকদের আন্দোলন চলছিল, তখন রাজ্যপাল জগদীপ ধনখড় ঘুমোচ্ছিলেন, তিনি কীভাবে কৃষিপুত্র হতে পারেন," প্রশ্ন করেন সেন। টিএমসির রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন যে টিএমসি সুপ্রিমো ২১ শে জুলাই উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন তার পরে তিনি মন্তব্য করবেন।.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad