সোনিয়াকে ইডির তলবের বিরুদ্ধে ২১ জুলাই দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লি: ন্যাশানাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিষয়ে কংগ্রেস ২১ শে জুলাই ন্যাশনাল বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি এর সামনে হাজির হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য সেই দিন এই রাজ্য তৃণমূল কংগ্রেসের ২১ এর জুলাই শহীদ দিবস। বুধবার দিল্লিতে কংগ্রেস নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় সোনিয়া গান্ধীকে তলব করার জন্য ইডির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেওয়া হবে। উল্লেখ্য, আজ (১৪ জুলাই) কংগ্রেসের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যেখানে সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এবং প্রদেশ কংগ্রেস সভাপতিরা উপস্থিত থেকে "ভারত জোডো যাত্রা" এবং অন্যান্য দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। বৈঠকে শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিলের পাশাপাশি অন্যান্য জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েও আলোচনা করতে পারেন। কংগ্রেসের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে বলেন, 'কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী বাঘিনী। তিনি এসব বিষয়কে ভয় পান না। তিনি এ ধরনের অনেক কিছুই দেখেছেন। তিনি ইডি অফিসে যাবেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন।' জানা গেছে, চলতি বছরে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস তাদের পালে হাওয়া টানার চেষ্টা শুরু করেছে। বিশেষ করে গুজরাত নির্বাচন, যেখানে কংগ্রেস এবারে ভালো ফল করার আশা রেখেছে। এ প্রসঙ্গে বলা যেতে পারে আপ আদমী পার্টীও গুজরাত নির্বাচনকে পাখির চোখ করেছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad