আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ থেকে মুক্তি দেওয়া হল ১০ টি অতি বিপন্ন প্রজাতির সাদা শকুন

আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ থেকে মুক্তি দেওয়া হল ১০ টি অতি বিপন্ন প্রজাতির সাদা শকুন. পিটিটি এর মাধ্যমে এদের উপর ধারাবাহিক নজর রাখা হবে। সারা ভারতে এই প্রজাতির শকুন অতি বিপন্ন অবস্থায় রয়েছে। এদের রক্ষা করতে না পারলে এরা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। ভারতে বন্য প্রাণীদের মধ্যে এই প্রজাতিটি ৯৯.৯% হ্রাস পেয়েছে।
ভয়েস ৯ নিউজ ডেস্কঃ আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের রাজাভাতখাওয়া বনগ্রামের সংরক্ষণ কেন্দ্র থেকে ১০টি অতি বিপন্ন সাদা শকুনকে ছেড়ে দেওয়া হলো। দশটি শকুনের সবগুলোরই বয়স দু বছরের বেশি। জানা গেছে, এই প্রজাতিটি ওরিয়েন্টাল হোয়াইট ব্যাকড প্রজাতি যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) অনুযায়ী অতি বিপন্নপ্রজাতির মধ্যে পড়ে। ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান, “গত বছরও আমরা একই সংখ্যক শকুন ছেড়ে দিয়েছিলাম। পাখিগুলিকে ট্রান্সমিটার টার্মিনাল বা পিটিটি এর সঙ্গে যুক্ত করা হয়েছে যারসাহায্যে ওদের এখন উপগ্রহের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। আমরা প্রতিদিন তাদের গতিবিধির সন্ধান করছি এবং তাদের পর্যবেক্ষণ করছি। আর এই ব্যবস্থা বেশ সফল হয়েছে। এই সাদা শকুনদের কেউ কেউ আসামেও উড়ে গেছে।“
জানা গেছে, সারা ভারতে এই প্রজাতির শকুন অতি বিপন্ন অবস্থায় রয়েছে। এদের রক্ষা করতে না পারলে এরা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। ভারতে বন্য প্রাণীদের মধ্যে এই প্রজাতিটি ৯৯.৯% হ্রাস পেয়েছে। বক্সা টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর পারভীন কাসওয়ান সংবাদ সংস্থা এ এন আই কে জানিয়েছেন, “শকুন আমাদের বাস্তুতন্ত্রে যে ভূমিকা পালন করে তার জন্য তাদের বাস্তুতন্ত্রের ডাক্তার বলা হয়। গত কয়েক দশকে তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের প্রচেষ্টা তাদের বিলুপ্তি রোধ করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad