সকালেই একযোগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ ১৩ টি জায়গায় হানা ইডির


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে শুক্রবার সকালেই পৌছেযান ইডি আধিকারিকরা। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বিগত ২ ঘন্টারও বেশি সময় ধরে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি ঘিরে রেখেছে সি আর পি এফ এর জওয়ানরা। 

অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। এস এস সি দূর্নীতিতে বিপুল পরিমান টাকার লেনদেন হয়েছে বলে ইডির কাছে খবর ছিল। তাই তাদের এই হানা বলে সূত্র মারফত জানা গেছে। এদিন,ইডি রাজ্যের মোট ১৩ টি জায়গায় তল্লাসী চালাচ্ছে। এদের মধ্যে আছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এস এস সি এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়ি। প্রাক্তন সি বি আই কর্তা উপেন তরফদার বর্ণিত 'রঞ্জনে'র বাড়িও। এর আগে, এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ্কিন্তু সূত্র মারফত জানা গেছিল, তিনি সিবিআই এর বহু প্রশ্নের উত্তর সেদিন এড়িয়ে গিয়েছিলেন।এবার সরাসরি তাঁর বাড়িতে অভিযান চালালো ইডি। 

তবে শুধুমাত্র, প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতেই নয়, এস এস সি দূর্নীতি মামলায় যাদের নাম প্রকাশ্যে এসেছে বা যাদের উপর সন্দেহ রয়েছে, সেইসব জায়গায় আজ হানা দিয়েছে ইডি। উল্লেখ্য, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেনিয়মে স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় অঙ্কিতার। এমনকী বেতনের টাকাও তাঁকে ফেরাতে হচ্ছে। বাবা মন্ত্রী হওয়ার জেরেই বেনিয়ম করে অঙ্কিতা স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন পরেশ অধিকারীর বেশ কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বড়িতেও এদিন অভিযানে যায় ইডি। স্কুলে চাকরির বিনিময়ে বিপুল পরিমাণ টাকার লেনদেনের সূত্র খুঁজতেই ইডির এই বিশেষ অভিযান বলে জানা গিয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad