বাংলাদেশে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ৩

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক নারীকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল। পুলিশ আরও জানিয়েছে, নিহত ওই নারী দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। আর গ্রেপ্তার যুবকেরা হলেন দুর্গাপুরের দাখিনাইল গ্রামের বাসিন্দা ট্রাকচালক শাহ আলম (২৮), একই গ্রামের ট্রাকচালক আলিম উদ্দিন (২৫) ও কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা ট্রাকচালকের সহকারী মাসুম ফকির (২২)। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, গত সোমবার বিকেলে ওই নারী বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এর পর থেকে স্বজনেরা তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলুঞ্জিয়া শিমুলতলি এলাকার বাবুল মিয়া নামের এক বালু ব্যবসায়ীর টিনশেড ঘরের চৌকির ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে লাশ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই যুবকেরা পুলিশের জিজ্ঞাসাবাদে দলবদ্ধভাবে ধর্ষণ করে ওই নারীকে গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার কথা জানিয়েছেন। তাঁদের গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিব্বিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad