সেরা বাংলা ছবি হিসাবে পুরস্কৃত হল অভিযাত্রিক

সেরা বাংলা ছবি হিসাবে পুরস্কৃত হল অভিজাত্রিক। কাহিনী ও পরিচালনা শুভ্রজিৎ মিত্র। চিত্রনাট্যটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনে নির্মিত। গৌরাঙ্গ ফিল্মস এবং ভান্ডারকর এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে। এটি সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির একটি সিক্যুয়েল এবং সমাপনী অংশ। ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছেন শুভ্রজিৎ মিত্র। সমালোচকদের দ্বারা বহু প্রশংসিত পিরিয়ড ফিল্ম অভিযাত্রিক। ছবির ডিওপি সুপ্রতীম ভোলও জিতেছেন সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। সত্যজিৎ রায় পরিচালিত ক্লাসিক 'অপু ট্রিলজি'র সিক্যুয়েল এটি। প্লটটি ১৯৫৯ সালে 'অপুর সংসার' দিয়ে 'অপু ট্রিলজি' যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়। গল্পটি একজন বাবা (অপু) এবং তার ৬ বছর বয়সী ছেলের (কাজল) মধ্যে একটি দুর্দান্ত বন্ধনকে ঘিরে আবর্তিত হয়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad