পতিতালয় চালানোর অভিযোগে, উত্তরপ্রদেশে গ্রেপ্তার মেঘালয়ের বিজেপি নেতা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মেঘালয়ের বিজেপি নেতা বার্নার্ড এন মারাককে উত্তর প্রদেশের হাপুর জেলার একটি ফার্মহাউসে অবৈধ মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাক্তন জঙ্গি নেতা এবং গারো হিলস স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (জিএইচএডিসি) সদস্য মারাক মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলার তুরায় এই মধুচক্র চালাতো বলে পুলিশের কাছে অভিযোগ আসে। এরপর, পুলিশ তার ফার্মহাউসে হানা দেয়। খবর পেয়েই তিনি ফার্ম-হাউস ছেড়ে পালিয়ে যান। পুলিশ ওই ফার্মহাউস থেকে ছয় জন নাবালিকাকে উদ্ধার করে এবং শনিবার ৭৩ জনকে গ্রেপ্তার করে। কিন্তু ওই বিজেপি নেতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে উত্তরপ্রদেশ থেক েতাকে আটক করা হয়। তাঁকে তুরায় নিয়ে যাওয়ার জন্য মেঘালয়ের একটি দল যাচ্ছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনৈতিক পাচার আইন, ১৯৫৬-অনুসারে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (এনবিডব্লিউএ) জারি করা হয়েছিল। তাকে যথাযথভাবে মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তুরা জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং বলেন, মেঘালয়ের বিজেপি সহ-সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুকে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয়েছে। তাকে তুরায় নিয়ে আসার জন্য সেখানে একটি দল পাঠানো হচ্ছে। মেঘালয়ের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার কয়েক ঘন্টা পরে ইউপি পুলিশ হাপুর জেলা থেকে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad