কানওয়ার যাত্রায় মৌলবাদীদের হামলার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করলো

নতুন দিল্লিঃ শ্রাবন মাস উপলক্ষে দেশের নানা প্রান্তে শুরু হয়েছে দেশের উল্লেখযোগ্য শিব মন্দিরগুলিতে জল ঢালার প্রস্তুতি। মাস শুরু হতেই ইউপি-সহ সারা দেশে কানওয়ার যাত্রা শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে দু'বছর পর জল ঢালা বন্ধ ছিল। এ বছর আর নিষেধাজ্ঞা না থাকায় শুরু হয়ে গেছে জল ঢালা। জানা গেছে, একমাসব্যাপী এই মেলায় অন্তত চার কোটি জলযাত্রী হরিদ্বার ও পার্শ্ববর্তী ঋষিকেশের পবিত্র গঙ্গা নদী থেকে জল সংগ্রহ করতে আসবেন। এদিকে, এই স্থানগুলিকে সন্ত্রাসবাদীরা টার্গেট করতে পারে সন্দেহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক থাকা এবং যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই রাজ্যগুলিকে জলযাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রীদের উপর হামলার আশঙ্কার কথা মাথায় রেখে রেল বোর্ডকে ট্রেনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অ্যাডভাইজরি অনুযায়ী, এই যাত্রার সময় যে কোনও ধরনের হুমকি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা উচিত। এই মাসে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যের কানওয়ারিয়ারা পায়ে হেঁটে হরিদ্বার ও ঋষিকেশে গিয়ে গঙ্গাজল সংগ্রহ করে তাদের বাড়িতে ফিরে আসেন এবং মন্দিরে ভগবান শিবের কাছে তা নিবেদন করেন। তাই এই দুই শহরে ভক্তদের বিপুল ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad