শারদীয়া ২০২২ঃ এবারর দুর্গাপূজায় কী করোনা-বিধি থাকবে?

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ করোনা যেন গিয়েও যাচ্ছে না। বার বার ফিরে আসছে। অন্য সময়, বিশেষ করে ইদানিং করোনা নিয়ে খুব একটা মাথাব্যাথা নেই কারও। কিন্তু সামনে পুজো। তাই কপালে চিন্তার ভাঁজ সকলের। পুজো উদ্যোক্তা থেকে থেকে শুরু করে, ডেকোরেটর, আলোকশিল্পী, ঢাকী, মজুর, আর আনন্দপ্রিয় সাধারণ মানুষজন তো আছেনই। ইতিমধ্যেই অনেকের পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কী কী পোশাক পরবেন, কীভাবে সাজবেন। তার প্রাথমিক প্রস্তুতি সারা। কিন্তু, রাজ্য তথা সারা দেশে করোনার বাড়বাড়ন্ত আশঙ্কা একটা জাগাচ্ছে। সবার মনেই প্রশ্ন, এতো পরিকল্পনা –শেষপর্যন্ত ঘরে আটকে থাকতে হবে না তো?

সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত শঙ্খ নগর মিলন সমিতির উদ্যোগে আয়োজিত 
খুঁটি পূজোয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত 

এখনো পর্যন্ত রাজ্যে করোনা গ্রাফ উর্দ্ধমুখি। নীচের দিকে মুখ করার কোনো লক্ষণই নেই। শেষে পুজোর মুখে যদি আবার গা ঝাড়া দিয়ে ওঠে? তাহলেই রাজ্য সরকার বাধ্য হবে করোনা-বিধি কঠোর করতে। সে ক্ষেত্রে প্যান্ডেলে ঘোরা, ভিড় না করা, যানবাহনে চড়া- অনেকক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য হবে। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলির বড়ো বড়ো পূজাকমিটি তাদের বাজেট ঠিক করে ফেলেছে। বহু জায়গায় খুটি পুজো হচ্ছে। এমতাবস্থায়, রাজ্য-বাসী পুজো নিয়ে চরম দোলাচলে রয়েছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও সে রকম কোন ইঙ্গিত আসে নি। সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। তবে জেটুকু জানা গেছে, এবার পূজা নিয়ে খুব একটা অস্বস্তিতে পড়তে হবে না মানুষজন বা পূজা কর্ম-কর্তাদের।
২০২০ সালে দুর্গাপুজোয় করোনা মহামারির প্রভাব অনেক বেশি দেখা গেলেও ২০২১ সালে পুজো মণ্ডপগুলিতে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়। পশ্চিমবঙ্গের দুর্গাপূজা সারা বিশ্বে বিখ্যাত। যেখানে দেশ ও বিশ্বের মানুষ দুর্গাপুজোয় বেড়াতে আসেন। তথ্য বলছে, একদিকে যেমন কলকাতা মেট্রোপলিটন শহর-সহ গোটা রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বাড়ছে আবার সেখানে দুর্গাপুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কলকাতার বড় বাজেটের দুর্গাপুজোর উদ্যোক্তা বিকাশ বসুর আশা, গত ২ বছরের মতো এ বার দুর্গাপুজোর আয়োজনে করোনা বাধা হয়ে দাঁড়াবে না। কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো কমিটির এক সদস্য জানাচ্ছেন, এ বার দুর্গাপুজো দেখতে প্রচুর মানুষ বেরোবেন। সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কলেজ স্কোয়ার-সহ কমিউনিটি পুজো কমিটিগুলি দুর্গাপুজো উদযাপনের জন্য বড় মাপের প্রস্তুতি নিচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad