পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজত

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ ব্যাঙ্কশাল কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের আদেশ দিয়েছেন সোমবার তাকে আবার পি এম এল এ কোর্টে তোলা হবে। ইডির মানি লন্ডারিং আদালতে তোলা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। অন্যদিকে ইডি এর পক্ষ থেকে তাকে ১৪ দিনের হেফাজত চান। জানা গেছে, তার বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের আবেদন খারিজ হয়। আদালত আদেশ দেন, তাকে সোমবার পি এম এল কোর্টে তুলতে হবে ১০.৩০ নাগাদ। ইডি এর পক্ষ থেকে এদিন আবেদন করা হয়, খুব গুরুত্বপূর্ণ কিছু ফটোকপি পাওয়া গেছে। কাজেই পার্হ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য ইডি হেফাজত দেওয়া হোক। উল্লেখ্য, ইডি পরিষ্কারভাবে আদালতকে জানায় টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়া হয়েছে। এর আগে ইডির রাতভর জেরার পর গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়ককে। শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত টানা ২৭ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এর বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা এবং ৫০ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা উদ্ধার করা হয়। এর আগে, এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিন্তু সূত্র মারফত জানা গেছিল, তিনি সিবিআই এর বহু প্রশ্নের উত্তর সেদিন এড়িয়ে গিয়েছিলেন। এবার সরাসরি তাঁর বাড়িতে অভিযান চালালো ইডি। এদিকে অর্পিতার বাড়ি থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা ইডি এর হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারী নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোন প্রতিক্রিয়া জানায় নি। দলের মুখপাত্র কুনাল ঘোষ জানান, ঠিক সময়ে দল এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানাবে। দল সমস্ত বিষয়ের উপর নজর রাখছে। অন্যদিকে, দলের সঙ্গে ওই উদ্ধার হওয়া টাকার কোন সম্পর্ক নেই বলে জানান কুনাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যাওকে এখন জোকা ইএস আই তে ডাক্তারী পরীক্ষা করানো হচ্ছে। অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানান, বিধায়ককে গ্রেপ্তার করতে হলে বিধানসভার অধ্যক্ষকে জানাতে হয়। এটাই সাংবিধানিক রীতি।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad