তারকেশ্বরে শ্রাবনী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেনঃ চলবে আজ থেকে

প্রতীকী ছবি 
 নিজস্ব প্রতিনিধিঃ শৈবতীর্থ তারকেশ্বরে একমাসব্যাপী শ্রাবনী মেলা উপলক্ষে অবশেষে খুশির খবর শোনালো পূর্ব রেল। তারকেশ্বর যাত্রী সমিতির পক্ষ থেকে পূর্ব রেলকে বার বার অনুরোধ জানানো হয়েছিল, ভিড়ের হাত থেকে নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীদের একটু মুক্তি দিতে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। করোনা পরিস্থিতির কারোনে বিগত ২ বছর এই মেলা হতে পারেনি। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর তারকেশ্বরে যথেষ্ট জলযাত্রীর আগমন ঘটবে বলে আশা করছে তারকেশ্বর তথা জেলা প্রশাসন। তাই ট্রেনের সংখ্যা না বাড়ানো হলে শুধু ভোগান্তিই বাড়তো না, ভিড়ের চাপে বিপদও ঘটতে পা্রতো। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শ্রাবনী মেলা উপলক্ষে বাড়তি ৬ জোড়া ই এম ইউ চালানো হবে আজ থেকে। এগুলি চলবে রবিবার সহ মেলার দিনগুলিতে। জুলাই এর ১৩, ১৭, ১৮, ২৪, ২৫, ৩১; অগস্টের ১, ৭, ৮, ১২, ১৪, ১৫। ট্রেনগুলি সব স্টেশনেই থামবে। নিচে প্রকাশিত ছবি থেকে টাইম দেখে নিন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad