ভুবনেশ্বরে পৌঁছালেন পার্থ চট্টোপাধ্যায়, প্রস্তুত মেডিক্যাল বোর্ড

ভুবনেশ্বর, ভয়েস ৯ঃ আজ সকাল ১০ টার আগেই ভুবনেশ্বরে ল্যান্ড করলো পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যাহের এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরের বাইরে প্রস্তুত ছিল আর একটি অ্যাম্বুলেন্স। পার্থবাবুকে নিয়ে সেই অ্যাম্বুলেন্স রওনা দেবে বিমানবন্দর থেকে বেশ দূরে এ আই এম এস এর উদ্দেশ্যে। ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ তাকে এখানে ভর্তি করে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল বোর্ডে আছেন ভুবনেশ্বর এ আই এম এস এর কার্ডিওলজি, নেফ্রোলজি, রেস্পিরেটরি মেডিসিনের চিকিৎসক এবং এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল। তারা পার্থবাবুকে পরীক্ষা করে একটি মেডিক্যাল রিপোর্ট তৈরি করবেন। 

 রবিবার ক্যালকাটা​ হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দিয়েছিল, এস এস সি চাকরি কেলেঙ্কারিতে জড়িত পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সোমবার ভোরেই এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমস ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে। সেইমতো তাকে সকাল ৮ তার আগেই দমদম এয়ারপোর্টে নিয়ে আসা হয় এস এস কে এম হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে। তার সঙ্গে আছেন ইডি আধিকারিক, এস এস কে এম এর চিকিৎসকও। আদালত নির্দেশ দিয়েছিল, তাকে সোমবার বিকেল ৪টেয় ভার্চুয়াল মোডের মাধ্যমে কলকাতার একটি বিশেষ ইডি আদালতে হাজির করতে হবে। বিচারপতি সৈকত চৌধুরী নির্দেশ দেন, "তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৫ জুলাই, ২০২২-এর ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে করে অভিযুক্তকে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যেতে হবে।

 নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে ইডি-র দায়ের করা একটি পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে তিনি এই আদেশ দেন। বিচারপতি চৌধুরী নির্দেশ দেন যে এইমস, ভুবনেশ্বর কর্তৃপক্ষ কার্ডিওলজি, নেফ্রোলজি, এবং এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষা করবে। ভুবনেশ্বরের এইমস-কে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারা যেন একটি রিপোর্ট তৈরি করে তদন্ত কর্মকর্তা ও এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল অফিসারের হাতে প্রতিলিপি তুলে দিতে হবে। এই রিপোর্টের প্রতিলিপি সোমবার বিকেল ৩টার মধ্যে তাঁর আইনজীবীর হাতেও তুলে দিতে হবে। ছবিঃ টিভি
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad