বৃষ্টির দেবতা ইন্দ্রকে খুশি করতে বিজেপি বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানকে কাদায় স্নান করালেন মহিলারা

লখনউঃ উত্তরপ্রদেশ জুড়ে বৃষ্টির জন্য তীব্র হাহাকার। গোরক্ষপুর, লখনউ, বারাণসী-সহ পূর্ব উত্তরপ্রদেশের সব জেলাতেই তীব্র গরম ও আর্দ্রতায় নাকাল মানুষ। জমির ধান প্রায় ৩০ শতাংশ শুকিয়ে গেছে। বৃষ্টির অভাব ফলনের উপর বিরাট প্রভাব ফেলতে চলেছে। এমন পরিস্থিতিতে গরমের জ্বালায় বিরক্ত মানুষরাও কোথাও কোথাও ফিরে গেছেন কিছুটা বিশ্বাস, কিছুটা টোটকার উপর। আর সেটাই ঘটলো আজ মহারাজগঞ্জে। বৃষ্টির অভাবে স্থানীয় মহিলারা ইন্দ্রদেবকে খুশি করতে বিজেপি বিধায়ক জয় মঙ্গল কানোজিয়া ও পুরসভার সভাপতি কৃষ্ণ গোপাল জয়সওয়ালকে কাদা দিয়ে স্নান করালেন। মহিলাদের বক্তব্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কাদা দিয়ে স্নান করালে ইন্দ্রদেব খুশি হয়ে প্রচুর বৃষ্টি দেবেন। বৃষ্টি না হওয়ায় সবার মন খারাপ। এখনও বৃষ্টি না হলে ধানের ফসল পুরোপুরি শেষ হয়ে যাব। অন্যদিকে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, গরমে মানুষ সমস্যায় পড়েছে। কাদায় স্নান করলে ইন্দ্রদেবের সুখ সম্পর্কে একটা পুরনো বিশ্বাস ও ঐতিহ্য রয়েছে। সেটাই অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণ গোপাল কানোজিয়া বলেন, ফসল বাঁচাতে বৃষ্টি অত্যন্ত জরুরি। বৃষ্টি নিয়ে কাদায় স্নান করার একটা দীর্ঘ দিনের বিশ্বাস ও ঐতিহ্য রয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad