দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ টি পিস্তল সমেত দম্পতি আটক

নিউজ ডেস্ক, নতুন দিল্লিঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ৪৫ টি পিস্তল সমেত এক দম্পতিকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা। তারা তাদের ছোট মেয়েকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন। তারা জানিয়েছেন ওই দম্পতি অর্থাৎ জগজিৎ সিং এবং তার স্ত্রী জসবিন্দর কৌরত তুরস্ক থেকে ১.২৫ মিলিয়ন টাকার বিনিময়ে ২৫টি আগ্নেয়াস্ত্র পাচারের কথা স্বীকার করেছেন। কাস্টমস কমিশনার জুবায়ের কামিলি জানিয়েছেন, গত ১১ জুলাই পরিবারটি ভিয়েতনাম থেকে দিল্লিতে অবতরণ করে। তিনি জানান, অভিযুক্ত জগজিতের কাছে দুটি ট্রলি ব্যাগ ছিল যা তার বড় ভাই মনজিৎ সিং, যিনি সেদিন প্রায় একই সময়ে প্যারিস থেকে এসেছিলেন এবং বিমানবন্দর ছেড়ে চলে গিয়েছিলেন, তাকে দিয়েছিলেন বলে জানা গেছে। তারা যখন এক্সিট গেটের দিকে যাচ্ছিলেন, কাস্টমস কর্তৃপক্ষ তাদের বাধা দেয় এবং অস্ত্রগুলি দেখতে পায়। কাস্টমস কমিশনার জুবায়ের কামিলি বলেন, "সন্দেহভাজনদের কাস্টমস আইনের ১০৪ ধারায় (গ্রেপ্তারের কর্তৃত্ব) আটক করা হয়েছে এবং ট্রলিসহ আগ্নেয়াস্ত্রসহ আইনের ১১০ ধারায় (পণ্য জব্দ) আটক করা হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে যেটা ঘটেছে, তা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটি। ছবিঃ ডব্লু আই ও এন
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad