কালি পোস্টার বিতর্ক: মা কালী নিয়ে ছেলেখেলা বন্ধ করুন, বিজেপিকে সতর্ক করে বাবুল সুপ্রিয়

নতুন দিল্লি: দেবী কালীকে নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই, সহকর্মী বাবুল সুপ্রিয় মঙ্গলবার (১২ জুলাই, ২০২২) বিজেপিকে আক্রমণ করে তাদের শিশুসুলভ কাজ করা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাবুল বলেন, গেরুয়া দল মনে করে যে, 'বাঙালিরা বোকা'। মহুয়া মৈত্রের দেবী কালী সম্পর্কে মন্তব্যের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কেও বাবুল আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, "এটা অত্যন্ত লজ্জার বিষয় যে, মাননীয় রাজ্যপালের কৃপায় রাজভবন ওদের রাজনৈতিক নাটকের 'মঞ্চ' হয়ে উঠছে।“ বাবুল সুপ্রিয়, একজন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি গত বছর কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরে টিএমসিতে চলে গিয়েছিলেন। মঙ্গলবার, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কলকাতার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করা প্রতিনিধি দলের মধ্যেই ছিলেন। "আইন অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী যা করা সম্ভব তা আমি করব," রাজ্যপাল ধনখড় তাদের আশ্বাস দিয়েছিলেন। তিনি প্রতিনিধিদলকে বলেছিলেন যে দেবী কালী সম্পর্কে বাংলায় যে চেতনা দেখা যায় তাতে সমগ্র দেশ সম্মানিত এবং আইনকে দেবতা সম্পর্কে করা মন্তব্যের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad