বাইক দিতে দেরী হওয়ায় ছেলের আত্মহত্যা
8/17/2022 09:04:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাবা কাছে সন্তানের দাবী একটি মটরসাইকেল, কিন্ত গাড়ী দিতে দেরী হওয়া অভিমানে আত্মহত্যা করেছে ছেলে রিজভী হোসেন(১৯)। নিহত রিজভী হোসেন যশোর সদর উপজেলা খোলাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।
বুধবার(১৭ আগষ্ট)ভোরে যশোর সদর উপজেলা খোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজভীর প্রতিবেশী শামিম হোসেন জানান কয়েক দিন ধরে সে তার বাবা কাছে মটরসাইকেল আবদার করে আসছিলো কিন্ত তার পিতা আর্থিক সংকটের কারনে মটরসাইকেল দিতে বিলম্ব হওয়ায় গভীর রাতে রিজভী নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার বোন জানালা দিয়ে দেখে তার ভাই এর নিথর দেহ ঘরে ভিতর ঝুলে আছে। দরজা ভেঙ্গে মরদেহ বাহির করে প্রতিবেশীরা।
যশোর কোতয়ালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা ময়না তদন্ত পর বিস্তারিত জানা যাবে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে।
Tags