নিখোঁজের ৪৮ ঘণ্টা পর পর্যটকের মৃতদেহ উদ্ধার
8/17/2022 09:08:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: কক্সবাজারের কলাতলী ডিভাইন পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর আব্দুল্লাহ্ আল মারুফ (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার মোঃ মিজাননুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল্লাহ্ আল মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী ছিলেন।
বীচকর্মী মাহবুব আলম ও আবুল কালাম জানান, সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হন। এসময় দুই জনকে উদ্ধার করা গেলেও একজন পানিতে ভেসে যান। এরপর থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। বুধবার লাবণী পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ মোঃ মিজানুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়।
Tags